ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

আপডেট: June 24, 2025 |
inbound7864250314097140521
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫) নামে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

২৪ জুন (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঢাকা থেকে ভিআইপি কোচ গাড়ি বেপরোয়া ভাবে সিএনজি পাগলু গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে গাড়ির চালক আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫) নামে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

সকাল সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কে ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিস এর সামনে ঘটনাটি ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল।

কোচটি ভূল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের কাছে পৌঁছালে সিএনজি পাগলু গাড়ীকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

তার মেয়ে রুবাইয়া গুরুতর আহত অবস্থায় ছটফট করে, স্থানীয়রা দ্রুত রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মৃত্যুর কাছে হার মানে।

বাবা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহত আশরাফুল ইসলাম খুলিশাকুড়ী পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তার গাড়ীতে দুইজন যাত্রী ছিল, তার আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে পরীক্ষার উদ্দেশ্যে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।

এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর