বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী পারভেজ আপেল গ্রেপ্তার

আপডেট: June 24, 2025 |
inbound4463143248300684510
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ওসি মুসাদ্দেক হোসেন বলেন, “পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

জানা যায়, গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ তাজহাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় মোট ৭১ জনকে অভিযুক্ত করা হয়, যার মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮০–১০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগেও এই মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর