কুমারখালীতে বিনামূল্যে ১৫০০ জন ভ্যানচালককে লাইসেন্স প্রদান

আপডেট: August 15, 2025 |
inbound7293115230185905280
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০০ জন ভ্যান চালকে সড়কে চলাচলের জন্য বিনামূল্যে লাইসেন্স দিয়েছেন একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে লাইসেন্স প্রদান করা হয়।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের অর্থায়নে (ভর্তুকি মূল্যে) চালকদের হাতে লাইসেন্স তুলে দেন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ( মহিলা) সদস্য মোছা. মরিয়ম খাতুন ও ৭,৮, ও নম্বর ওয়ার্ডের মোছা. হাসি খাতুন প্রমুখ।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, আমার ইউনিয়নে প্রায় দুই হাজার জন ভ্যানচালক (শ্রমিক) আছেন।

ভ্যান চালিয়ে সন্তানদের পড়াশোনা, ওষুধ কেনা, সংসার চালাতে তাদের খুব কষ্ট হয়। সেজন্য গত বছরের ন্যায় এবারো পরিষদের ভর্তুকি দিয়ে বিনামূল্যে ১৫০০ জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে।

পরিষদের সাধ্যমত ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলামান থাকবে। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহারসহ নানা অপরাধ নির্মূলে চালকদের সচেতন করা হয়েছে।

ভ্যানচালক মনছের আলী বলেন, সারাদিন খাটেখুটে যা পাই, তা দিয়ে চলতে বেশখানি কষ্টই হয়। ফ্রি ফ্রি যা পাবো, তাই লাভ।

তিনি ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা তিনি। রসুলপুর গ্রামের এরশাদ শেখ বলেন, পৌর এলাকায় গেলেই ভ্যান ধরে ৩০০ টাকার লাইসেন্স করায়।

কিন্তু চেয়ারম্যান ফ্রি দিচ্ছে।পরিষদের সচিব রেজাউল করিম বলেন, গতবছর প্রায় এক হাজার ৬০০জনকে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর