রাণীশংকৈলে ব্যারিস্টার রুকুনুজ্জামান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট: August 15, 2025 |
inbound5252973769636546839
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে সেখানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার রোকনুজ্জামান রোকন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

তিনি এলাকায় একজন উদ্যমী সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ইতিমধ্যে তিনি রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক,শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।

সভায় ব্যারিস্টার রুকুনুজ্জামান তার বক্তব্য বলেন, আমি এ এলাকারই সন্তান,স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি।

এরপর লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি (বার- এট-ল) ডিগ্রি অর্জন করে দেশে ফিরে ২০০৯ সাল থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত আছি।

পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকে আইনজীবী পরামর্শক হিসাবে জড়িত আছি। একইসাথে আমি আমার এলাকায় শিক্ষা সাংস্কৃতিক ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।

আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

তাই আমার পরিচিতি ও কর্মতৎপরতা যথাসাধ্য তুলে ধরার জন্য রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সদস্যসহ সকল সাংবাদিক ভাইয়ের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, একজন নিবেদিত আইনজীবী হিসেবে আমি সাংবাদিকসহ এলাকার মানুষকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত থাকবো।

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক কুসমত আলী, সোহরাব আলী, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সুজন, মাহাবুব আলম, লেমন সরকার, খালেদ মাহমুদ সুজন, আবু জাফর। আব্দুর জব্বার, তাহেরুল ইসলাম, মেহেদী হাসান, রাকিব ফেরদৌস।

Share Now

এই বিভাগের আরও খবর