শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট: August 15, 2025 |
inbound1512719573724657641
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআর খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (শুক্রবার) বাদ জুম্মা শিবগঞ্জ উপজেলা বরকতিয়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে বরকতিয়া এতিম খানায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া করা হয়।

বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব,সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,ফজলুর রহমান,উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম,সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি,উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান,সাধারণ সম্পাদক মীর মুন,উপজেলা কৃষকদলের সভাপতি তোফায়েল আহমেদ সাবু,সিনিয়র সহ-সভাপতি আফছার আলী,পৌর যুবদলের সভাপতি আবু শাহীন সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন,পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন,সাধারণ সম্পাদক সাকিব হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর