বগুড়ার শিবগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: September 3, 2025 |
inbound2421323073855428696
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন উপজেলা অডিটোরিমায়ে অনুষ্ঠিত হয়েছে।

০২ সেপ্টম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় দিকে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

inbound3540907262462431786

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হুসাইন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল বাছেদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া জেলা জামায়ায়ের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল হালিম বিপ্লব।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, পরিকল্পনা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, প্রচার মিডিয়া সেক্রেটারি মাওলানা জাকির হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, সাবেক ছাত্রনেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদসহ উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর