অপপ্রচারের প্রতিবাদে সান্তু এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর সংবাদ সম্মেলন

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সান্তু এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম সান্তু।
০৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় শিবগঞ্জের গুজিয়ায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সান্তু বলেন, সম্প্রতি “মোঃ আতাউর রহমান প্রবাসী” নামে একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অসত্য ও মনগড়া অপপ্রচার চালানো হচ্ছে।
অশ্লীল ভাষা ব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক মানহানি, মিথ্যা ভিডিও তৈরি এবং সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, উক্ত ফেসবুক আইডির ব্যবহারকারী শিবগঞ্জ উপজেলার বেলগাড়ী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে সৌদি প্রবাসী আতাউর রহমান।
২০২৪ সালের ২৮ নভেম্বর বৈধ কাগজপত্র ও নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সৌদি আরবে পাঠানো হয়। তিনি সেখানে নিয়মিত কাজও শুরু করেন। কিন্তু প্রায় ৫–৬ মাস পর নিজ কর্মস্থল ত্যাগ করে অবৈধ অবস্থায় চলে যান।
“নিজ ভুল আড়াল করতে এবং দায় অন্যের ঘাড়ে চাপাতে আতাউর রহমান আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে,”—সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সান্তু।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা, ন্যায়নীতি এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করে আসছি।
কিছু অসাধু মহলের প্ররোচনায় আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত মানহানি ছাড়াও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।”
এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সান্তু বলেন, তার কাছে সকল বৈধ নথি, চুক্তিপত্র ও ডকুমেন্টস সংরক্ষিত রয়েছে এবং সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি জানান—পরিকল্পিত অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচারের বিরূদ্ধে গণমাধ্যমের সচেতন ভূমিকা।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “আমি সবসময় ন্যায়নীতি ও মানবিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করবো। আমার বিরুদ্ধে যেকোনো ধরনের মিথ্যাচার আইনি উপায়ে মোকাবিলা করা হবে।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













