সিরাজগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সদস্যরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি।
এতে অংশ নেন প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এই অর্ধদিবস কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।
হঠাৎ এমন কর্মবিরতির কারণে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট এস.এম. মুকুল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম, বাবুল আক্তার, শামীম হোসেনসহ পরিষদের অন্যান্য সদস্যরা।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হলেও এখনো আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়নি। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন মহামারিতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেও আমরা উপযুক্ত মূল্যায়ন থেকে বঞ্চিত।
বক্তারা আরও বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন শুধু বেতন কাঠামোর বিষয় নয়, এটি আমাদের কাজের মর্যাদা ও পেশাগত স্বীকৃতির সঙ্গেও জড়িত।
আমরা আশা করছি সরকারের উচ্চপর্যায় দ্রুত বিষয়টি আমলে নিয়ে বাস্তবায়নের পদক্ষেপ নেবে। আর সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়।
তা হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এমনকি প্রয়োজনে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচিও ঘোষণা করবো।













