বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া

আপডেট: December 3, 2025 |
inbound9076777978918411803
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মজনু মিয়া।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ই-মেইলের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত।

পরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ নূরে আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ২হাজার ১৩৮জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন। মোট ভোটের ৮৮ শতাংশই জমা পড়ে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজয়ী হিসেবে ঘোষণা পাওয়ার পর মজনু মিয়া সহকর্মীদের ধন্যবাদ জানান এবং বিচার বিভাগের মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, মজনু স্যার যে নির্বাচিত হয়েছেন, এটা ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের ব্যাপার।

তিনি এখানকার মানুষকে খুব কাছ থেকে বোঝেন। আশা করি, নতুন দায়িত্বে থেকেও জেলার মানুষের কথা মাথায় রাখবেন।

সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, লিগ্যাল এইডের কাজে আমরা স্যারের আন্তরিকতা দেখেছি।

বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। এতে সাধারণ মানুষের উপকার আরও বাড়বে বলে মনে করি।

মজনু স্যারের নির্বাচিত হওয়া তরুণদেরও অনুপ্রাণিত করবে। পরিশ্রম করলে যে স্বীকৃতি আসে-এটাই তার উদাহরণ।

নির্বাচিত হওয়ার পর মজনু মিয়া বলেন, সহকর্মীদের বিশ্বাস ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু সম্মান নয়, আরও বড় এক দায়বদ্ধতা।

বিচার বিভাগের পেশাগত উন্নয়ন, নৈতিক মান রক্ষা এবং সেবার মান বাড়ানোর জন্য সম্মিলিতভাবে কাজ করতে চাই।

ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। তাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগিয়ে যাব।

Share Now

এই বিভাগের আরও খবর