জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সালেকুল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর আল ফয়সাল প্রমুখ।













