জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার পাথ এন্ড হায়ার এডুকেশন এক্সপো -২০২৫’ অনুষ্ঠিত

আপডেট: December 3, 2025 |
inbound4508728998111222183
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর উদ্যোগে এবং Ci Study Bangladesh-এর সহায়তায় ব্রিটিশ কাউন্সিল IELTS বিষয়ক ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু’র এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাপ্পি।

এক্সপোতে IELTS বিষয়ের ওপর দুই ধাপে কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কাউন্সেলিং কর্মশালা।

এরপর বিকেল ৪টার পর থেকে Ci Study Bangladesh-এর অধীনে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ট্রেইনার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশিক্ষণ দেন।

IELTS বিষয়ক কাউন্সেলিং কর্মশালা শেষে পাবলিক হেলথ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,“IELTS নিয়ে আমাদের অনেক অজানা প্রশ্ন ছিল।

আজকের এই সেশন থেকে পরীক্ষার প্রস্তুতি, স্কোরিং পদ্ধতি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম।

বিশেষ করে ব্রিটিশ কাউন্সিলের ট্রেইনারদের সরাসরি দিকনির্দেশনা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এ ধরনের আয়োজন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান বলেন “শিক্ষার্থীদের জন্য মানসম্মত ক্যারিয়ার পরিকল্পনার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

IELTS নিয়ে বিভ্রান্তি দূর করা, সঠিক নির্দেশনা দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় প্রস্তুত করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আরও কার্যকর সেশন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে জাকসু বদ্ধপরিকর।”

প্রশিক্ষণ কর্মশালায় ব্রিটিশ কাউন্সিলের একাধিক বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টিশার্টসহ বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন সামগ্রী বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর