যুক্তরাষ্ট্র থেকে আগত সবার করোনা পরীক্ষা করবে দক্ষিণ কোরিয়া

সময়: 2:00 pm - April 12, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে তারা যুক্তরাষ্ট্র থেকে আগত সবার করোনা পরীক্ষা করবে। এর আগে শুধু ইউরোপের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক জাং ইন-কাইওং রবিবার এক ব্রিফিংয়ে এমন ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রবেশের তিন দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আগত সবার করোনা পরীক্ষা করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় গেলে সেলফ আইসোলেশনে রাখা হতো। সেক্ষেত্রে কারও করোনার উপসর্গ থাকলেই কেবল করোনা পরীক্ষা করা হতো।

শুধু সংক্রমণেই নয়, করোনায় মৃত্যুর দিক দিয়েও এখন শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন এবং মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ।

সূত্র: সিএনএন

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর