করোনায় যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

সময়: 10:24 am - April 13, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

যুক্তরাজ্যে চারশ বছর আগের প্লেগ মহামারি পর এবার করোনাভাইরাসের মারণকামড়ে বেশি লোক শয্যাশায়ী হলো। দেশটিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২৭৯ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে ১০ জন ৬১২ জন্।

রোববার (১২ এপ্রিল ) দিনগত রাত ১২টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডেোমিটারের আপডেট করা পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৮৮ জন। এ সময় প্রাণ হারান ৭১০ জন।

গত দু’দিনের তুলনায় এদিন করোনায় মৃতের সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি।

ব্রিটিশদের সুসংবাদ এটাই যে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হন। তিনদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠছেন।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর