সৌদিতে করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বাংলাদেশি ১০

আপডেট: April 13, 2020 |

সৌদি আরবে করোনাভাইরাসে প্রকোপ বাড়ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৪২৯ জন আক্রান্ত হয়েচেন, মারা গেছেন ৫৯ জন। মৃতদের মধ্যে রয়েছেন ১০ বাংলাদেশি।

করোনা মহামারির আন্তর্জতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডেোমিটারের আপডেট করা পরিসংখ্যান থেকে জানা গেছে, এ তথ্য জানা গেছে।

সৌদির একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, দেশটিতে করোনভাইরাসে আক্রান্ত মৃতদের মধ্যে স্থানীয়দের চেয়ে কাজ করতে আসা অভিবসীদেরই সংখ্যা বেশি।

সৌদিতে অবস্থিত বাংলাদেশ জেদ্দা কনস্যুলেট ১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা ঠেকাতে দেশটির মসজিদগুলোতে জামায়তে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর