করোনায় মৃত মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা

আপডেট: April 13, 2020 |
print news

আত্মীয়-স্বজনদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত মুসলিমদের মরদেহ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে করোনায় মৃতদের মরদেহ পুড়িয়ে ভস্ম করা বাধ্যতামূলক করে দেশটি। ফলে মুসলিমদের মরদেহও পুড়িয়ে ফেলা হচ্ছে। লঙ্কান সরকারের এ সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে দেশটির মুসলমান সম্প্রদায়।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশটিতে এ পর্যন্ত সাতজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে তিনজন মুসলমানও রয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী পবিত্র বানিয়ারাচ্চি রোববার (১৩ এপ্রিল) এ-সংক্রান্ত এক আদেশে জারি করেছেন। এতে বলা হয়েছে, যারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে বা কোভিড-১৯ সন্দেহে মারা গেছে, তাদের মরদেহ পোড়ানো বাধ্যতামূলক।

শ্রীলঙ্কা সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন মানবাধিকার গ্রু।

আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার পরিচালক বিরাজ পাটনায়েক বলেন, এ কঠিন মুহূর্তে কর্তৃপক্ষের উচিত সম্প্রদায়ের মধ্যে ঐক্য তৈরি করা, বিভেদ নয়।

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী, কোনও মুসলিম মারা গেলে তাকে গোসল ও জানাজা শেষে কবর দিতে হবে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বলেছে, করোনায় মৃতদের মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটিতে সমাধিস্থ করা যাবে। তবে হু’র এই নিষেধাজ্ঞা অমান্য করে এককভাবে মুসলমানদের মরদেহও পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা সরকার।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর