যুক্তরাষ্ট্রে ইফতার পার্টির সকল কর্মসূচি বাতিল

সময়: 9:29 am - April 15, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের পর স্বাধীনতা দিবস, পবিত্র শবেবরাত এবং বাংলা নতুন বছরকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা সম্ভব হয়নি করোনার ভয়ংকর প্রকোপের কারণে। এবার জামায়াতে তারাবি নামাজসহ ইফতার পার্টির পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে।

মসজিদসমূহ থেকে সকল মুসল্লীকে জানিয়ে দেয়া হয়েছে নিজ নিজ ঘরেই তারাবি আদায়ের জন্যে।

উল্লেখ্য, গতবছরও নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টন, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মিশিগান, শিকাগো, ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, আরিজোনা প্রভৃতি স্টেটে বাংলাদেশিদের পরিচালিত সাড়ে ৩ শতাধিক মসজিদে সকল মুসল্লীর মধ্যে ইফতার বিতরণের পর তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সাড়ে ৩ শতাধিক আঞ্চলিক-সামাজিক-পেশাজীবী-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার কিছুই হবে না। ২৩ এপ্রিল তারাবি নামাজ শুরু হবে বলে মসজিদ থেকে ঘোষণা দেয়া হলেও কাউকে মসজিদে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ এক ধরনের হতাশা-স্থবিরতায় আক্রান্ত হয়ে অনেক অভিবাসীকে (যাদের বৈধতা নেই) অনাহারেই রোজা রাখতে হতে পারে। কারণ, তারা করোনায় বিধ্বস্ত মানুষের আওতায় কোন ধরনের প্রণোদনা পাবেন না। বেকার ভাতার প্রশ্নই উঠে না।

একদিকে, উপার্জন নেই, অপরদিকে বাসা ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের খরচ অব্যাহত রয়েছে এ শ্রেণির অভিবাসীদের।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর