শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

করোনার উপসর্গ নি‌য়ে শরীয়তপু‌রে এক নৈশ প্রহ‌রির মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার রাতে ন‌ড়িয়া উপ‌জেলার ভে‌জেস্বর ইউ‌নিয়‌নের নিজ বা‌ড়ি‌তে ওই বৃ‌দ্ধের মৃত্যুর ঘটনা ঘ‌টে। মৃত্যুর পর ওই বৃ‌দ্ধের নমুনা সংগ্রহ ক‌রে‌ছে স্বাস্থ্য বিভাগ। পাশাপা‌শি ওই বা‌ড়িসহ ক‌য়েক‌টি বা‌ড়ি লকডাউন ঘোষণা করা হ‌য়ে‌ছে।

‌ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে এক‌টি প্রেস বিজ্ঞ‌প্তি প্রকাশ ক‌রে‌ছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হের।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ক‌য়েক‌দিন ধ‌রে ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশিতে ভুগ‌ছি‌লো। কিন্তু গতকাল থে‌কে তার ডাই‌রিয়া শুরু হয়। এবপর মঙ্গলবার রা‌তে  তার মৃত্যু হয়।  তার মর‌দেহ দাফ‌নের জন্য গ‌ঠিত ক‌মি‌টি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

শরীয়তপু‌রে সর্বমোট ৫০ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ৪৬ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এছাড়া শরীয়তপুরের এক বৃদ্ধ  ক‌রোনা আক্রান্ত হ‌য়ে ঢাকায় মারা গে‌ছে।

বৈশাখী নিউজবিসি