স্ত্রীর সঙ্গে নেই অমিতাভ বচ্চন
কিছু দিন আগেই জয়া বচ্চনের ৭২তম জন্মদিন পালন করা হলো। সোশাল মিডিয়ায় মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিষেক বচ্চন। তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে মা! লকডাউনের জন্য তুমি দিল্লিতে। আমরা মুম্বাইয়ে। যদিও আমাদের হৃদয়ে তুমি আছ।’
দীর্ঘ এই লকডাউনে স্ত্রীকে পাশে পাচ্ছেন না অমিতাভ বচ্চন। করোনা সচেতনতা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আসছেন বিগ বি। নানা রকম টুইট নিয়ে জড়িয়েছেন বিতর্কে।
কিন্তু সম্প্রতি মুম্বাই থেকে কিছু সংবাদ সংস্থার খবর, স্ত্রী জয়া বচ্চনকে মিস করছেন অমিতাভ। জয়া দিল্লিতে নিজের বাড়িতে রয়েছেন। লকডাউনের জন্য সামনের বেশ কয়েকদিন তার মুম্বাই আসা প্রায় অসম্ভব।
শুধু তাই নয়, জয়া নাকি জানিয়েছেন, লকডাউনের পরে বিমান চলাচল স্বাভাবিক হলেই যে তিনি মুম্বাই পাড়ি দেবেন, এমনও নয়। কারণ জয়া মনে করেন, লকডাউন উঠে গেলেও বিমান সম্পূর্ণ করোনা-মুক্ত হতে সময় লাগবে।
অন্যদিকে অমিতাভ জানিয়েছেন, ‘আমি আমার চোখকে আরাম দিতে চাই। একটানা ছবি দেখে আমি ক্লান্ত’।
মুম্বাইতে বাসভবন ‘জলসা’য় অভিষেক, ঐশ্বরিয়া আর নাতনি আরাধ্যাকে নিয়ে আছেন অমিতাভ। তিনি জানান, খুব বেশি ঘুমোতেও ইচ্ছে করছে না তার। কাজে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
বৈশাখী নিউজ/ এপি