বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার, আক্রান্ত ছাড়িয়েছে ২৪ লাখ ৮১ হাজার

আপডেট: April 21, 2020 |
print news

করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ২৫৩ জন মানুষ। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ৯৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৭৬৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব হ্রাসের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না উল্লেখ করে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আমরা মহা সংকটের মধ্যে আছি।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর