মালদ্বীপ থেকে প্রবাসীরা দেশে ফিরছেন
মালদ্বীপ থেকে দেশে ফিরছেন আগ্রহী প্রবাসীরা। এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে থাকা এমন ৩১ জন বাংলাদেশিকে গতকাল সোমবার লাগেজসহ প্রস্তুত থাকতে বলেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
এক জরুরি বার্তায় হাইকমিশন গতকাল স্থানীয় সময় বেলা ২টার মধ্যে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের যোগাযোগ করতে বলেছিল। পরে তাঁদের মধ্য থেকে ৩১ জনের তালিকা করা হয়। করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। বিশেষ ব্যবস্থায় কিছু কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসকদল গতকাল বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০জে) মালদ্বীপ গেছে। চিকিৎসকদলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। বিমানটি ফেরার সময় কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ গত শনিবার এক টুইট বার্তায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় নেপাল ও বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের নাগরিকদের দেশে ফেরানোর ঘোষণা দেন।
বৈশাখী নিউজ/ ইডি