মঞ্জুর এলাহী ও স্ত্রী নিলুফার করোনা আক্রান্ত

আপডেট: May 24, 2020 |
print news

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর শনিবার (২৩ মে) রাতে বলেন, আম্মা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আর বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তৃতীয় পরীক্ষাতেও নিলুফার মঞ্জুরের করোনাভাইরাস পজিটিভ এসেছে জানিয়ে তার ছেলে বলেন, “আপনারা আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।”

৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান। তার ছেলে নাসিম মঞ্জুর এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

নিলুফার মঞ্জুর সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন তিনি ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর