গাজীপুরে করোনায় আক্রান্ত আরও ৫৮ জন
গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৮৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছে। সোমবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।
এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৫ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ১২০ জন।
জানা গেছে, জেলার কালিয়াকৈর উপজেলায় ৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, কাপাসিয়া উপজেলায় ১ জন, গাজীপুর সদর উপজেলায় ৪৩ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৫০৫ জন, কালীগঞ্জ উপজেলায় ১২০ জন, কাপাসিয়া উপজেলায় ৮৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৯৪ জন এবং শ্রীপুর উপজেলায় ৪১ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৮২৭৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ২২৪ জনের।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ্য হয়েছে ২২২ জন।
বৈশাখী নিউজ/ জেপা