করোনায় চট্টগ্রামে ২০ চিকিৎসকের শনাক্ত

আপডেট: June 20, 2020 |
print news

চট্টগ্রামে গত দুইদিনে আরও ২০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত হলেন ২০৭ জন চিকিৎসক। শনিবার (২০ জুন) ৫ জন ও শুক্রবার (১৯ জুন) ১৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, দুইদিনে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবা দিয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে ২০৭ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ জন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে মারা যান ডা. নুরুল হক। এর আগে ১৪ জুন শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমানের মৃত্যু হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর