কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

আপডেট: July 26, 2020 |
print news

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের সহকারী স্টেশন মাস্টার মনির আহমেদ সাংবাদিকদের জানান, ‘রাতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে এ লাইনে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাতত হয়নি।’

তিনি জানান, ‘আজ রোববার ভোরে ঢাকা থেকে উদ্ধারকারী রিফিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর