কৃষি মন্ত্রণালয়ের ২৬০ কর্মকর্তা-কর্মচারি করোনা আক্রান্ত

আপডেট: July 27, 2020 |

কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর বা সংস্থার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারি এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫ জন। চিকিৎসাধীন ও আইসোলেশনে রয়েছেন ১১৬ জন কর্মকর্তা-কর্মচারি। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।

সোমবার (২৭ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে শিরোধার্য করে কোভিড-১৯ এর প্রভাবে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে, তেমনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেছেন, মহামারি করোনা, আম্পান, বন্যা প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্থাস্থ্যবিধি মেনে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। যাতে করে দেশে খাদ্যের কোন ঘাটতি না হয়, সংকট না হয়।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর