ট্রাকের টায়ারে মিলল ৪শ বোতল ফেনসিডিল

আপডেট: July 29, 2020 |
print news

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় ট্রাকের টায়ারে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, ‘গোপন সংবাদে জানা যায় পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে ট্রাকের টায়ারে করে অভিনব কায়দায় পাচার করছে। এর ভিত্তিতে সেখানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ফেনসিডিল ধ্বংস করতে ব্যাটালিয়নে পাঠানো হবে বলে তিনি জানান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর