করোনায় আক্রান্ত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী

আপডেট: September 11, 2020 |
আরিফুল হক চৌধুরী
print news

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার আরিফুল হক চৌধুরী ও নুর আজিজুর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। রাতেই করোনা পজিটিভ ফলাফল আসে। নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, গতকাল পর্যন্ত তাঁর গলা ব্যথা ছিল। আজ শরীর অনেক ভালো। বাসায় আইসোলেসনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। কোনো ধরনের সমস্যা নেই বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

অন্যদিকে নুর আজিজুর রহমান সাংবাদিকদের বলেছেন, তাঁর সামান্য জ্বর ছিল, এখন নেই। তবে পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

কিছুদিন আগে মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর