ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আপডেট: September 24, 2020 |
Boishakhinews 255
print news

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে শহরের দুই নং রেলগেট এলাকায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসার পর দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে এ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানিয়েছেন, ঢাকা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে ছেড়ে আসা ট্রেনের চারটি বগির চাকা শহরের দুই নং রেলগেট এলাকায় বোস কেবিনের সামনে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেওয়া হয়েছে।

ট্রেনের চাকা উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানান।

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চলাচল করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর