আবরার ফাহাদ হত্যা মামলা, ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ

আপডেট: October 13, 2020 |
print news

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় টানা ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ শুরু হবে ।

আজ মঙ্গলবার সাক্ষ্য দিবেন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছিন আহসান চৌধুরী।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির ২২জনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে তিনজন পলাতক, আর ২২ আসামি কারাগারে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর