ভারতীয় ভিসা জন্য আবেদন করতে বললেন দোরাইস্বামী

আপডেট: June 12, 2021 |
print news

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আগ্রহীদের ভিসার জন্য আবেদনও করতে বলেছেন তিনি। শনিবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইট বার্তায় দোরাইস্বামী লিখেন, ভারতের সীমান্ত খোলা রয়েছে। আমাদের দিক থেকে সীমান্ত বন্ধ করা হয়নি। যেসব জেলাগুলোতে কঠোর লকডাউন চলছে সেগুলো ছাড়া বাংলাদেশে আমাদের ১৫টি ভিসা সেন্টারের মধ্যে প্রায় সবগুলোই খোলা রয়েছে। প্লিজ আবেদন করুন।

এর আগে ভারতীয় হাইকমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল গত এপ্রিল মাসের মাঝামাঝি। তখন তারা জানিয়েছিল যে, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউনের’ কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়। পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেয়া হচ্ছিল।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর