ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন আর নেই

আপডেট: June 17, 2021 |
print news

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার তেজকুনি পাড়ার বাসায় তার মৃত্যু হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘উনি সুস্থই ছিলেন। রোজা রাখার জন্য ভোররাতে উঠে সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়ার পর বাসাতেই মারা যান। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’

আলতাফ হোসেনের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর