যোগ দিবস পালনের জন্য শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদির কৃতজ্ঞতা

আপডেট: June 21, 2021 |
print news

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবছর বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে মোদি লিখেছেন, ‘আমি প্রতিবছর বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে সাফল্যময় করার ক্ষেত্রে সকলের সহযোগিতা এবং প্রচেষ্টার জন্য আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

২০০৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্বীকৃতি দেয়ার ফলে যোগ চর্চার সর্বজনীন আবেদন গুরুত্ব লাভ করে এবং তখন থেকে আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী পালন শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কর্মসূচি সামনের বছরগুলোতেও বাংলাদেশ সরকারের সহায়তা লাভ করবে।

মোদী আরো লিখেছেন, ‘এটি খুবই আনন্দদায়ক যে, গত কয়েক বছর ধরে বাংলাদেশে আমাদের বিপুল সংখ্যক ভাই-বোন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ চর্চায় অংশ গ্রহন করছেন।’

তিনি শেখ হাসিনা, তার পরিবার এবং বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

মোদী বলেছেন, এই চ্যালেঞ্জিং মূহুর্তে কোভিড-১৯ যোদ্ধারা মহামারীর বিরুদ্ধে এক দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘মহামারীর হুমকির পরও, সর্বশেষ আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

টিকা প্রদান সম্পর্কে মোদী বলেছেন, ভারতসহ বেশ অনেক দেশে টিকা দেয়ার কর্মসূচি চলছে। আমি আশা করছি, এই মানব সমাজ খুব শিগগিরই মহামারী কাটিয়ে উঠবে।

মোদী বলেছেন, এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘সুস্বাস্থের জন্য যোগ’ বর্তমান প্রেক্ষাপটে বিশেষভাবে প্রাসঙ্গিক। সূত্র : বাসস

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর