ফ্লোরিডার ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮

আপডেট: July 1, 2021 |

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

ভবন ধসের অষ্টম দিনে বৃহস্পতিবারও ধ্বংসস্তুপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা।

বুধবার সপ্তম দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলগুলো। উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে।

ফ্লোরিডার মিয়ামিতে এই বহুতল ভবনটি নির্মাণ হয়েছিল ১৯৮০ সালে। ২০১৮ সালের এক পর্যবেক্ষণ রিপোর্টে ভবনটির মারাত্মক কাঠামোগত ত্রুটি ধরা পড়লেও সংস্কার না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর