করোনায় টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৫, মৃত্যু ৩

আপডেট: July 2, 2021 |

টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যুসহ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩৫ জন। জেলায় করোনা শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ৬৭ ভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৫২৬টি নমুনা পরীক্ষা করে নতুন এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ১৯৯। অন্যদিকে, নতুন করে ৩ জনের মৃত্যুতে এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১১৮ জন।

সিভিল সার্জন অফিস জানায়, আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এ নিয়ে সারা জেলায় মোট ভর্তি আছেন ৫০৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৭ জন, আর জেনারেল বেডে ৩৪ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫৪ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৪৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩০ জন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর