চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট: July 2, 2021 |
print news

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসরাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সদর থানা পুলিশ আজ শুক্রবার সকালে পৌর এলাকার ঘোড়ামারা এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে।

পুলিশ জানায়, আজ (শুক্রবার) সকালে ঘোড়ামারা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় হিসেবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়া হলে নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম মৃতদেহটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ফেরদৌসী বেগম জানিয়েছেন, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি সেনেরহুদা থেকে বের হন। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর