ভয় আর অবিশ্বাস নিয়ে পালাচ্ছে আফগানরা

আপডেট: August 14, 2021 |

তালেবান হামলার মুখে পালাতে থাকা মানুষের সংখ্যা বাড়তে থাকায় আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে সীমান্ত খুলে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রাজধানী কাবুলকে সবচেয়ে নিরাপদ মনে করে সেদিকে পালাচ্ছে বাস্তুচ্যুত বহু মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে দেশটিতে খাদ্য সংকট মারাত্মক চলছে। মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এতে আফগানিস্তান দখলে তারা বড় একটি ধাপ এগিয়ে গেলো। প্রায় ছয় লাখ মানুষের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার একসময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল।

এটি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও পরিচিত। কাছের লস্কর গাহ শহরের দখলও নিয়েছে তারা। বর্তমানে দেশটির প্রায় এক তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে সশস্ত্র গোষ্ঠীটি।

তালেবানের অগ্রযাত্রার মুখে পালাতে থাকা বহু মানুষ কাবুলের রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে। গত কয়েক দিনে যেসব মানুষ কাবুলে পালিয়েছেন তাদের মধ্যে প্রায় ৭২ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

নিজেদের দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে কাবুল বিমানবন্দরে নতুন করে প্রায় তিন হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে সেনা পাঠিয়েছে যুক্তরাজ্য।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর