ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

আপডেট: November 28, 2021 |
print news

ডিসেম্বরের শুরুতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এর প্রভাবে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। আর এই নিম্নচাপ ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।

ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আর এর প্রভাব পড়তে পারে খুলনা–সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায়।

এবারে ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’, সৌদি আরবের আবহাওয়াবিদদের দেওয়া।

এদিকে গেলো চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর