আজ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস

আপডেট: December 12, 2021 |
print news

ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (১২ ডিসেম্বর) জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় উদযাপিত হচ্ছে ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দিবসটি উদযাপনের লক্ষ্যে ১২ ডিসেম্বর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১-এর শুভ সূচনা হবে।

বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিপাদ্যভিত্তিক জাতীয় সেমিনার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া রয়েছে অন্যান্য অনুষ্ঠান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর