আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার হচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার মানিক মিয়া এভিউনিয়ের রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার দোরই স্বামী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। প্রতিটি উৎসবে আমরা এক সাথে মিলেমিশে থাকি। এটাই আমাদের দেশ। এটাই সরস্বতী পূজার বার্তা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে সেনা সদস্য নিহতের পর সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশও কাজ করছে। এছাড়া র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ভুল তথ্যের কারণে হয়েছে, মন্তব্য করেন তিনি।
লবিস্ট নিয়োগের নামে কারা বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরি তাদেরকে সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী।
বান্দরবানের রুমায় সন্ত্রাসীর গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
এদিকে, পূজা পরিদর্শনে গিয়ে ভারতীয় হাইকমিশনার দোরই স্বামী বলেন, বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই এগিয়ে গেছে। দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও জানান তিনি।