বিশ্বে করোনায় আক্রান্ত ৪৯ কোটি ছাড়ালো

আপডেট: April 5, 2022 |
print news

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ কোটি ২২ লাখ ৪৬ হাজার ৪৩৩ জন। আর মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭৭ হাজার ৮৯৮ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪২ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার ৭২৪ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৯৯ জন। মারা গেছেন ১০ লাখ ৮ হাজার ২৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৬৬০ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৪৪৬ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১২ হাজার ৭৯৮। মারা গেছেন ৬ লাখ ৬০ হাজার ৩১২ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর