পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণে এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সব দেশের একসঙ্গে কাজ করা দরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তা পাঠনোর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরীফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।