সাবেক যুবলীগ নেতা সম্রাটের জামিন শুনানি শেষ, আদেশ পরে

আপডেট: April 13, 2022 |
print news

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আবেদনটির শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।

সম্রাটের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অসুস্থ বিবেচনায় জামিন চান। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। এরপর আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছেন। অসুস্থ সম্রাটকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে এদিন আদালতে হাজির করা হয়।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আমার জানা মতে সম্রাটের নামে চারটি মামলা চলমান রয়েছে। মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক এ তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন। দুদকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এ মামলায় জামিন পেলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর