বন্যার ক্ষয়ক্ষতি পূরণে তড়িৎ উদ্যোগ নেব : ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট: July 12, 2022 |
print news

বন্যার ক্ষয়ক্ষতি পূরণে তড়িৎ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কাকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইতোমধ্যে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মন্ত্রণালয় থেকে এটি কম্পাইল করছি। কোন জায়গায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সংবাদ সম্মেলন করে সেটি জানাতে পারব।

আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য, চাল, টিন, গৃহনির্মাণ সামগ্রী রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ক্ষয়ক্ষতি পূরণে একটি তড়িৎ উদ্যোগ নেব।’

বন্যায় জনগণ অনেক কষ্টের মধ্যে দিন পার করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবুও বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে। আমরা বানভাসি মানুষদের প্রতি সমবেদনা জানাই। আমরা পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বানভাসি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছি। নগদ অর্থ সহায়তাও দিয়েছি।’

‘ঈদ উপলক্ষ্যে আমরা নগদ দুই কোটি টাকা দিয়েছি, এক হাজার মেট্রিক টন চাল দিয়েছি, চার হাজার বান্ডিল টিন দিয়েছি, এক কোটি ২০ লাখ টাকা গৃহনির্মাণ মজুরি বাবদ দিয়েছি।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর