দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে: আইনমন্ত্রী

আপডেট: July 24, 2022 |
print news

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। নির্বাচন কমিশন সব দলের সঙ্গে মতবিনিময় করছেন, এরপর বোঝা যাবে কী হবে কী হবে না।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে সরকার অবস্থান কী- জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, এই সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবেন, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করবো।

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই আমি আশা করি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর