নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আপডেট: October 17, 2022 |
netrokona
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় সরকারি প্রকল্প গুচ্ছগ্রামের জায়গা লিজ দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দ্বায়ে পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ(১৭-১০-২০২২) দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সামনে আমবাড়ী নামক স্থানে ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কাদির মিয়া, বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সকাল ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধার কারনে কর্মসূচীটি বিলম্বে অনুষ্ঠিত হয়। এদিকে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের চাঁদা দাবির অডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গুচ্ছগ্রাম প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেয় আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর