শীতকালেও ইউক্রেনে , তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে

আপডেট: December 12, 2022 |
print news

ইউক্রেনের মানুষের জন্য শীতকালেও তুরস্কের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এমন আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেশটিকে নানা উপায়ে সহায়তা করে আসছে তুরস্ক। দেশটির প্রায় এক হাজার এতিম শিশুকে তুরস্কের রাজধানী আঙ্কারায় লালন-পালন করছেন এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান। টুইটবার্তায় তুরস্কের এমন সহায়তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের অনেক এলাকা। এসব এলাকায় জেনারেটর সরবরাহ করে সহায়তা করেছে তুরস্ক। সেই সঙ্গে দেশটির জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলমুক্ত করারও চেষ্টা করছে এরদোগান সরকার। বিশ্বের অন্যতম বড় এই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এরদোগান। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিদেশে শস্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে খাদ্য সংকটের হুমকিতে পড়ে বিশ্ব। তুরস্কের সহায়তায় গত ২২ জুলাই শস্য রপ্তানির অনুমতি দিয়ে জাতিসংঘ, তুরস্ক, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। এ ছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশকে বিরত হওয়ার আহ্বান জানান এরদোগান।

Share Now

এই বিভাগের আরও খবর