অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

আপডেট: January 30, 2023 |
inbound3861929549396161273
print news

টিপু সুলতান ঝিনাইদহ প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের বিরুদ্ধে র‌্যাবের অভিযানে ১ জনকে কারাদন্ড ও ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে বিষয়খালী বাজারে সকাল এ অভিযান পরিচালনা করেন।

এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বিষয়খালী বাজার এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ঘোষ সুইটস্ এন্ড দধি ভান্ডার এর মালিক রবিন কুমার ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং সুইট হোটেল এর ম্যানেজার ইছাহক আলীকে একই অপরাধে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্ত রবিন কুমার ঘোষকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা কর হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর