কুবির কর্মচারী সমিতি দুই সদস্যকে বহিষ্কার ও দুইজনকে তিরস্কার করলো

আপডেট: February 5, 2023 |
Boishakhinews24.net 47
print news

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতির (১৭-২০ গ্রেড ) দুই সদস্যের সদস্যপদ বাতিল এবং একটি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার শাস্তি দেয়া হয়। এছাড়া দুই সদস্যকে তিরস্কার করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

বহিষ্কৃতরা হলেন এস্টেট শাখার গার্ডেনার মো: সামছু মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের নিরাপত্তা প্রহরী মোঃ শাহজাহান। অন্যদিকে তিরস্কৃত সদস্যরা হলেন ফার্মাসি বিভাগের ল্যাব এটেনডেন্ট মোঃ আবদুল আউয়াল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সহকারী বাবুর্চি শাহ আলম।

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন,’আমরা কর্মচারী পরিষদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সকল কর্মকর্তা কর্মচারীবৃন্ধ কিন্তু উক্ত ০৪ (চার) জন একটা পক্ষের হয়ে কাজ করে আমাদের সমিতির বিরুদ্ধে গণস্বাক্ষর নেয় এবং সমিতির ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরই প্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির সুপারিশে কার্যকরী পরিষদের সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর