বগুড়ায় র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: February 21, 2023 |
Bagerhat Dakat Photo 1 21. 02. 2023 11zon 1
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ মাসুদ রানা(৫২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম।

২১ ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরের দিকে বগুড়া সদর উপজেলার র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামি মাসুূদ রানাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ রানা বগুড়া উপজেলার শিববাটি এলাকার মোঃ শাজাহান আলী শেখের ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করে হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানির স্কোয়াড্রনে কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর