করোনা মৃত-আক্রান্ত কমেছে

আপডেট: March 19, 2023 |
Boishakhinews24.net 320
print news

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত কমেছে। আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ২০৮ জন। মারা গেছে ৫০৩ জন মানুষ।

গতকাল শনিবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৮২ হাজার ৬৩৬ জন। মারা গিয়েছিল এক হাজার ৭১৩ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ২১ হাজার ৭০৭ জন। মারা গেছে ৬৮ লাখ ১৯ হাজার ২৩৮ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৯৮৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৯ লাখ ২০ হাজার ৫৭৩ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৭৯ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৩৪৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৯৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৮২০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৩১৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৩৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৬৬১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৬৩৪ জনের।

Share Now

এই বিভাগের আরও খবর